বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
পড়ুন>>খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ
আনিসুল হক বলেন, কিছুক্ষণ আগে আপনাদের মতো আামিও জানতে পারলাম, আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন নাকচ করে দিয়েছেন।
‘সেই পর্যবেক্ষণে বুধবারের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসার প্রতিবেদন পৌঁছে দিতে নির্দেশ দেন। তারা প্রতিবেদন পেয়েছে, প্রশ্নের উত্তরও পেয়েছে। তাই আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে। ’
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপির কোনো কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না জানিয়ে আইনমন্ত্রী বলেন, জনগণই এটা বিচার করবে। যেহেতু চিকিৎসকরা খালেদা জিয়ার অনুমতি পাননি, তাই তারা তার চিকিৎসা শুরু করেননি। চিকিৎসা না নেওয়ার বিষয়টি তার দিক থেকে অস্বাভাবিক মনে করছি।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
টিএম/এমএ