ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে তিন চীনা নাগরিকসহ ৫ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ২, ২০২০
বাগেরহাটে তিন চীনা নাগরিকসহ ৫ মাদকবিক্রেতা আটক

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় চায়না মদসহ পাঁচ বিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড। এদের মধ্যে তিনজন চীনা নাগরিক রয়েছে। 

রোববার (০১ মার্চ) গভীর রাতে মোংলা উপজেলার পশুর নদী সংলগ্ন সাইলো এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৩শ বোতল চায়না মদ জব্দ করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের মনসুর আহমেদের ছেলে হাসানাত (২৮), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের মো. আফজাল সিকদারের ছেলে মো. রুমন সিকদার (৩২) চীনা নাগরিক জেরী (২৬), জ্যাক জিয়া (৩৩) ও ফু (৩৩)।  

সোমবার সকালে এদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার অপারেশনাল কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম।

ইমতিয়াজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়মনি সাইলো এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। মোংলা থানায় মামলা দায়ের করে জব্দকৃত মদসহ আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মদসহ আটকদের কোস্টগার্ড আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।