ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যুবদলের চার জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
যুবদলের চার জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলার ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিমের বৈঠকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলার উপজেলা, থানা ও পৌর ইউনিট কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

 

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জেলাগুলোর কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিটগুলোর আহবায়ক কমিটি গঠন করার জন্য নির্দেশে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।