নাটোর: নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও নাটোর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদকে গত ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দলীয় নির্দেশনা অমান্য করে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, দাউদার মাহমুদ নাটোর-৩ (সিংড়া) আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন।
এছাড়া তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি, উপজেলা ছাত্রদলের পরপর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের শাসনামলে বহুবার কারাভোগ করেন তিনি। এছাড়া তার ব্যবসা-প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়।
এ বিষয়ে দাউদার মাহমুদ বাংলানিউজকে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীর্ঘ ২৮ বছর ধরে ছাত্রদল ও বিএনপির রাজনীতি করে আসছি। আমি এই দলের একজন কর্মী হতে পেরে গর্বিত। বিগত দিনে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে নানা হামলা-মামলার শিকার হয়েছি। বহুবার কারাভোগ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ২০১৮ সালে ধানের শীষ হাতে তুলে দিয়েছেন। এতে আমি কৃতজ্ঞ। দেশনায়ক তারেক রহমান আমার প্রেরণা। আমি দলের তৃণমূল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞ। এছাড়া আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
আরএ