ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আল্লামা ইকবালের কবর জিয়ারতে স্বরাষ্ট্র সচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, সেপ্টেম্বর ২২, ২০২৫
আল্লামা ইকবালের কবর জিয়ারতে স্বরাষ্ট্র সচিব আল্লামা ইকবালের কবর জিয়ারত শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সোমবার (২২ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরে বাদশাহী মসজিদ পরিদর্শন করেছেন। এ ছাড়া বাদশাহী মসজিদ চত্বরে কবি আল্লামা ইকবালের কবর জিয়ারত শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এ সময় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান তার সঙ্গে ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ৯ দিনের সরকারি সফরে গত ১৮ সেপ্টেম্বর থেকে পাকিস্তান রয়েছেন।  

দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে স্বরাষ্ট্র সচিব পাকিস্তান সফরে গেছেন। এ সফরে বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দুদেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা এবং রোহিঙ্গা বিষয়ে উভয় দেশের সহাবস্থান নিয়ে আলোচনা হবে।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।