ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে শিবিরের ৬ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
কুড়িগ্রামে শিবিরের ৬ নেতাকর্মী আটক পুলিশের সঙ্গে আটক শিবিরের নেতাকর্মী। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা শহরসহ সদর উপজেলার বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৪ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

আটকরা হলেন, ওমর ফারুক, আতিকুর রহমান, মোতালিব মিয়া, নুর মোহাম্মদ ও মামুনুর রশিদ।

আটক ওমর ফারুকের বাড়ি লালমনিরহাট জেলায়। বাকীরা সবাই কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন ছাত্রাবাসে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। বুধবার ভোরে কুড়িগ্রাম সদরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযানের পর এ ছয়জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সাংগঠনিক বইপত্র, নথিসহ বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র জব্দ করা হয়।

মহিবুল ইসলাম খান জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এফইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।