ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টিস্যুবক্সে মুজিববর্ষের লোগো: তদন্তের নির্দেশ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
টিস্যুবক্সে মুজিববর্ষের লোগো: তদন্তের নির্দেশ 

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তরের (মাউশি) টিস্যুবক্সে মুজিববর্ষের লোগো ব্যবহার করায় সমালোচনার মুখে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

'সম্প্রতি কিছু পত্রিকায় টিস্যুবক্সে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মুজিববর্ষের লোগো ব্যবহার করা সম্পর্কিত প্রকাশিত সংবাদ প্রসঙ্গে' শীর্ষক বিবৃতি পাঠানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের টিস্যু বাক্সে মুজিববর্ষের লোগো ব্যবহার করা হয়েছে বলে একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু মাউশি মুজিববর্ষের লোগো সম্বলিত কোনো টিস্যুবক্স কেনেনি। মাউশির প্রকিউরমেন্ট অ্যান্ড ফিন্যান্স উইং থেকে টিস্যুবক্স কেনার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু কারিগরি নির্দেশে টিস্যুবক্সে মুজিববর্ষের লোগো ব্যবহারের কথা বলা হয়নি।

সংশ্লিষ্ট বিষয়ে গ্রহণ (Receive) কমিটির বক্তব্য দিয়ে বিবৃতিতে বলা হয়, নিয়মানুযায়ী সরবরাহ করার আগে সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রহণ কমিটির সদস্যদের নমুনা প্রদর্শন করে। সেই নমুনায় শুধু মাউশির লোগো ব্যবহারের কথা বলা হয়েছে।

'পরবর্তীতে www.mujib.100.gov.bd ওয়েবসাইটে স্টেশনারিতে মুজিববর্ষের লোগো ব্যবহারের কথা অনুযায়ী স্বতঃপ্রণোদিত হয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান ওই লোগো সম্বলিত কিছু টিস্যুবক্স মাউশি স্টোরে রেখে যায়। এ টিস্যু বাক্সগুলো সংশ্লিষ্ট রিসিভ কমিটি গ্রহণ করেনি। এ বিষয়ে এখনো কোনো মিটিং হয়নি। যে কোনো সরবরাহ করা পণ্য গ্রহণের আগে এ কমিটি সভা করে সিদ্ধান্ত নেয়। এ টিস্যুবক্সগুলো স্টোররুমে ছিল বলে চাহিদা অনুযায়ী স্টোর কিপার কয়েকটি টিস্যুবক্স সরবরাহ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি নজরে আসা মাত্র কর্তৃপক্ষ টিস্যুবক্সগুলো প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থা নেয়। টিস্যুবক্সে এ লোগো ব্যবহার সমীচীন না হওয়ায় ইতোমধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠানকে এ লোগো ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

'সংশ্লিষ্ট বিষয় নিয়ে মন্ত্রী মহোদয় ও উপমন্ত্রী মহোদয় দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়াও বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। '

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।