তরুণদের স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করতে টানা ছয় বছর ধরে জয় বাংলা কনসার্ট হলেও মুজিববর্ষের এ আয়োজনে এবার প্রথম কনসার্টে এলেন প্রধানমন্ত্রী।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় আর্মি স্টোডিয়ামে কনসার্ট উপভোগ করতে আসেন বঙ্গবন্ধু কন্যা।
বিকেল থেকেই কনসার্টস্থলে আছেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও সিআরআইয়ের ট্রাস্টি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বাংলানিউজকে বলেন, তরুণদের স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করতে আয়োজিত জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী আসায় উপস্থিত বিপুল সংখ্যক দর্শক দারুণ খুশি। আর্মি স্টেডিয়ামে পৌঁছালে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। কনসার্টে আসায় দারুণভাবে উৎসাহিত বোধ করছেন জানিয়ে শিল্লীরাও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে এ জয় বাংলা কনসার্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের কনসার্টে রয়েছে বাড়তি আয়োজন।
দুপুর দেড়টার দিকে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জয় বাংলা কনসার্ট। রাত ১১টা পর্যন্ত চলবে এ কনসার্ট।
জাগরণের গানসহ বিভিন্ন গানের পাশাপাশি সিআরআইয়ের কার্যক্রম নিয়ে তথ্যচিত্র, সন্ধ্যায় আতশবাজির ঝলকানি, সন্ধ্যা ৭টার পর বড় স্ক্রিনে দেখানো হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের রঙিন ভিডিও এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি তুলে ধরা হয়।
কনসার্টে জনপ্রিয় ব্যান্ড দল এফ মাইনর ব্যান্ড, মিনার রহমান, এভোয়েড রাফা, শূন্য, ভাইকিংস, লালন, আরবোভাইরাস, ক্রিপটিক ফেইট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ড ও চিরকুট গান পরিবেশন করছে।
কনসার্ট উপভোগ করতে আর্মি স্টেডিয়ামে আসা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, সিআইআইয়ের ট্রাস্টি নাহিম রাজ্জাক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০, আপডেট: ২১৪৩ ঘণ্টা
এমইউএম/এইচএডি/আরবি/