ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারী দিবস উপলক্ষে ডিআরইউয়ের র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
নারী দিবস উপলক্ষে ডিআরইউয়ের র‌্যালি ও আলোচনা সভা

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এর অংশ হিসেবে রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সংগঠনের প্রাঙ্গণ থেকে বের করা হয় র‌্যালি। র‌্যালিটি কদম ফোয়ারা ঘুরে প্রেস ক্লাব চত্বর হয়ে আবারও ডিআরইউ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সংগঠনের নারী সদস্যরা অংশ নেন।

পরে এক সংক্ষিপ্ত আলোচনায় ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, ‘নারীরা আজ সর্বক্ষেত্রে অগ্রসর। সব কাজে নারীদের অংশগ্রহণ বেড়েছে।

দেশের প্রধানমন্ত্রী, সংসদের বিরোধীদলীয় নেতা, স্পিকার সবাই নারী। আগামীতে ডিআরইউয়ের সব কার্যক্রমে নারীদের উপস্থিতি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। ’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি নজরুল কবীর, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সৈয়দ শুকুর আলী শুভ।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরইউর নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার।

আলোচনা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেক কাটা হয়।

এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী সদস্য ও সদস্যদের পরিবারের নারীদের জন্য ব্রেস্ট স্ক্রিনিং ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক হেলথ ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
ডিএন/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।