ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আবারও আন্দোলনে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
আবারও আন্দোলনে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

গোপালগঞ্জ: ইতিহাস বিভাগের দাবিতে আবারও আন্দোলনে উত্তাল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 

রোববার (৮ মার্চ) সকাল থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে সেখানে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে-স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এর আগেও ইতিহাস বিভাগ অনুমোদন বহালের দাবিতে আন্দোলন করেছিল ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।  

তবে ইউজিসি তদন্ত কমিটি গঠন করায় গত ২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ৫ মার্চের মধ্যে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। অন্যথায় ৬ মার্চ থেকে লাগাতার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন। কিন্তু, শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় ৬মার্চ সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।  

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহবান জানিয়েছেন বলে শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে। তবে, শিক্ষার্থীরা আলোচনায় বসার আগে ইতিহাস বিভাগ বহালের ঘোষণা দিতে হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন।

অপরদিকে, আন্দোলনরত ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের ৫০ সদস্যের একটি দল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছেন ওই বিভাগের তৃতীয় ছাত্র কারিমুল হক।  

গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়। ওই দিন রাতেই এ খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করেছিল। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।