রোববার (০৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজী লস্করা গ্রামের টুপলি পুকুর থেকে কষ্টিপাথরের এ মূর্তিটি উদ্ধার করা হয়।
পরে পুলিশ গিয়ে মূর্তিটি নিজেদের হেফাজতে নেয়।
জানা যায়, মাছ ধরার সময় জেলেদের জালে কষ্টিপাথরের মূর্তিটি উঠে আসে। খবরটি ছড়িয়ে পড়ার পর মূর্তিটি দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম তানু মূর্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে কষ্টিপাথরের মূর্তিটি সরকারি হেফাজতে রয়েছে।
বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এইচএডি/