সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহসিন আলী বলেন, বিচ্ছিন্নভাবে জাতীয়করণ না করে একসঙ্গে জাতীয়করণ ঘোষণা করা হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন বৈষম্য দূর না করলে এবং জাতীয়করণ ঘোষণা না করা হলে শিক্ষার গুণগতমান হুমকির মুখে পড়ে যাবে। যত দ্রুত সম্ভব এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হোক।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতাসহ সাধারণ শিক্ষকরা উপস্থিত আছেন।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
ডিএন/আরবি/