ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
মুজিববর্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি

ঢাকা: মুজিববর্ষে এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহসিন আলী বলেন, বিচ্ছিন্নভাবে জাতীয়করণ না করে একসঙ্গে জাতীয়করণ ঘোষণা করা হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে।

মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে মুজিবীয় মশালের আলোয় শিক্ষকদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন বৈষম্য দূর না করলে এবং জাতীয়করণ ঘোষণা না করা হলে শিক্ষার গুণগতমান হুমকির মুখে পড়ে যাবে। যত দ্রুত সম্ভব এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হোক।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতাসহ সাধারণ শিক্ষকরা উপস্থিত আছেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
ডিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।