ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
সিলেটে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) দুপুরে নগরের প্রবেশদ্বার হুমায়ুন রশীদ চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আহমদ বাংলানিউজকে জানান, দুপুরে হুমায়ন রশিদ চত্বর এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।


 
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে জানান, ওই বৃদ্ধ পাগল প্রকৃতির ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। এরপরও বিষয়টি খতিয়ে দেখতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।