ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বন্ধুকে হত্যার দায়ে বন্ধুর মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
খাগড়াছড়িতে বন্ধুকে হত্যার দায়ে বন্ধুর মৃত্যুদণ্ড প্রতীকী ছবি

খাগড়াছড়ি: বন্ধুকে হত্যার দায়ে খাগড়াছড়িতে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এ রায় ঘোষণা করেন। এসময় আসামি মো. ইউছুফ (২৮) আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় বন্ধু আব্দুল্লাহকে কুপিয়ে হত্যা করে ইউছুফ। এ ঘটনায় নিহত আব্দুল্লাহর ভাই দেলোয়ার হোসেন ইউছুফকে আসামি করে এক মামলা দায়ের করেন। ঘটনার এক মাস পর পুলিশ ফেনী থেকে আসামিকে গ্রেফতার করে।

পরের বছর সেপ্টেম্বরে পুলিশ ইউছুফকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আট বছর পর আদালত মামলার রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ১১ মার্চ, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।