বুধবার (১১ মার্চ) সচিবালয়ে অধিদপ্তরের পাঁচকর্মীর হাতে প্রতীকী রেশন কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যারা মাঠে-ময়দানে কাজ করেন তারা রেশন পেতে আবেদন করেছিলেন, প্রধানমন্ত্রী তাদের সেই সুবিধা দিয়েছেন।
কর্মীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ বলেন, আজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য একটি স্বরণীয় দিন। স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সরকার বিভিন্ন সুযোগ-সবিধা দিয়েছে।
রেশন সুবিধা নিয়ে তিনি বলেন, চার সদ্যসের একটি পরিবার এক টাকা নয় পয়সা কেজি দরে ৩৫ কেজি চাল, এক টাকা চার পয়সা কেজিতে ৩০ কেজি আটা, তিন টাকা ২১ পয়সা কেজিতে পাঁচ কেজি চিনি, এক টাকা ২০ পয়সা কেজিকে আট কেজি মসুর ডাল, দুই টাকা ৩০ পয়সা লিটার দরে আট লিটার সয়াবিন তেল পাবেন।
তিনি বলেন, ভর্তুকি মূল্যে সরকার এসব জিনিসপত্র দেবে। এজন্য বছরে সরকারের খরচ হবে এক কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৯১২ টাকা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমআইএইচ/ওএইচ/