জানা যায়, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে ও বেলা সাড়ে ১১টায় বারবিডা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হচ্ছে। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।
মোট ২৮টি খাতের প্রতিনিধিদের সঙ্গে আগামী ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটের শুল্ক, ভ্যাট এবং কর সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবে এনবিআর। বৈঠকেগুলোতে সভাপতিত্ব করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।
সভাগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সম্মেলন কক্ষে।
সূত্রে জানা যায়, আগামী ২৩ মার্চ বিকেল ৩টায় ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ সকাল ১১টায় ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ডিসিসিআই ও বাংলাদেশ চেম্বারের নেতাদের সঙ্গে হবে আলোচনা। ওই দিন বিকেল ৩টায় বৈঠক হবে ব্যাংক, বিমা, স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে। চট্টগ্রাম চেম্বার, চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, ২৮ মার্চ চট্টগ্রাম ও চট্টগ্রাম বিভাগের জেলা ডিসিদের সঙ্গে বৈঠক হবে। ২৯ মার্চ বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার ও উইমেন চেম্বারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। ৩০ মার্চ বিকেল ৪টায় মেট্টোপলিটন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-(এমসিসিআই)।
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিইএ, সিপিডি ও পিআরআই, বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে ৩১ মার্চ। ১ এপ্রিল হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউজ, কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ সেবাখাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হবে। ২ এপ্রিল খুলনা চেম্বারের নেতাদের সঙ্গে মতবিনিময়। ৫ এপ্রিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), এফবিসিসিআই, বিল্ডসহ কয়েকটি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। ৬ এপ্রিল নির্মাণ ও অন্যান্য শিল্প ও ব্যবসা খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। ৭ এপ্রিল পরিবহন খাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়। ৮ এপ্রিল সিলেট চেম্বার ও সিলেট বিভাগের বিভাগীয় চেম্বার্সে মতবিনিময়। ১২ এপ্রিল ইলেক্ট্রিক্যালস, ইলেক্ট্রনিক্স খাতের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়। ১৩ এপ্রিল অ্যাটকো ও নোয়াবের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়। ১৫ এপ্রিল ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা। ১৬ এপ্রিল রাজশাহী চেম্বার্স অব কমার্স ও রংপুর বিভাগের চেম্বার্সের সঙ্গে মতবিনিময়। ১৯ এপ্রিল দুপুর ২টায় মতবিনিময় হবে বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে। একই দিন বিকেল সাড়ে ৩টায় কৃষি, পোল্ট্রি, তৈল, গ্যাস, খাদ্য ও পানীয়, কেমিক্যালস, পেইন্ট ভার্নিস, চামড়া, কসমেটিকস, টয়লেট্রিজ এবং জুয়েলারি সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে এবারের প্রাক-বাজেট আলোচনা।
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এসএমএকে/আরআইএস