ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘রৌমারীতে চৌকি আদালত স্থাপিত হবে’  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
‘রৌমারীতে চৌকি আদালত স্থাপিত হবে’  

কুড়িগ্রাম: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আদালত দূরে হওয়ায় দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলার মানুষজন আইনী বিষয়ে চরম ভোগান্তি সয়ে আসছেন। এ অঞ্চল থেকে জেলা সদরের আদালত পাড়ায় যেতে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। এলাকাবাসীর এ ভোগান্তি দূর করতে আগামীতে এ অঞ্চলে চৌকি আদালত স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে রৌমারী অডিটরিয়াম হলরুমে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

স্থাানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে জাকির হোসেন বলেন, এ এলাকার মানুষের আইনী দুর্ভোগ ও দীর্ঘদিনের দুঃখ-কষ্ট ঘোচাতে চৌকি আদালত স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়াও মুজিববর্ষের উপহার হিসেবে রৌমারীতেই মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা গ্রহণে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনা মূল্যে লিগ্যাল এইডে আইনী সেবা দান’ স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় বিনা মূল্যে আইনী সহায়তা পৌঁছে দিতে জেলা কমিটি, রৌমারী ও রাজিবপুর উপজেলা কমিটি ও ৯ ইউনিয়ন কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।  
 
কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমল ট্রাইব্যুনালের বিচারক অম্লান কুসুম জিষ্ণু, চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশিকুল খবির, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদমর্যাদায়) মেনহাজুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু, পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্রাহাম লিংকন, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এফইএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।