ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
ফেনীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ফেনী: ফেনীর দাগনভূঞায় অন্তঃসত্ত্বা তানিয়া সুলাতানা প্রিয়া নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আমির হোসেনের বিরুদ্ধে। 

শুক্রবার (১৪ মার্চ) দিনগত রাতে ইয়াকুবপুর ইউনিয়নের রশিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তানিয়া নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতি ইউনিয়নের নুর আলমের মেয়ে।

নুর আলম জানান, গত বছরের জুন মাসে তার মেয়ে তানিয়ার সঙ্গে রুস্তুম আলীর ছেলে আমিরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার মেয়েকে যৌতুকসহ নানা বিষয় নিয়ে মানসিক চাপ দিয়ে আসছিল আমির। এক পর্যায় শুক্রবার রাতে মোবাইল ফোনে জানতে পারেন তার মেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে।  

তাদের অভিযোগ, মেয়েকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পাশাপাশি তানিয়ার গলায় দাগ রয়েছে বলে দাবি করেছেন তারা।

দাগনভূঞা থানার পরিদর্শক আসলাম সিকদার জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যা না অন্যকিছু তা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।