বুধবার (১৭ মার্চ) সন্ধায় নগরীর বেতপট্টি জেলা আওয়ামীলীগ অফিসের সামনের গোডাউনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাতটার দিকে মুজিববর্ষ উপলক্ষে আতশবাজি ফোটাতে থাকে লোকজন।
প্রথমে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও পরে আশেপাশের উপজেলা থেকে প্রায় পনেরটি ইউনিট এসে দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ সময় পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। পরে রংপুরের জেলা প্রশাসক আসিব আহমেদ, মেট্টোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, র্যাব-১৩ অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস, ডিবি পুলিশ, রেড ক্রিসেন্টসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত হন।
রংপুর সার্ভিসের উপ-পরিচালক কে এম সাইফুল ইসলাম বলেন, সাতটা থেকে নয়টা পর্যন্ত দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের প্রায় পনেরটি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনায় জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় বেশি সময় লেগেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ইউবি