ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

করোনায় স্থগিত সিলেটে মুজিববর্ষের অনুষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩০, মার্চ ১৯, ২০২০
করোনায় স্থগিত সিলেটে মুজিববর্ষের অনুষ্ঠান

সিলেট: করোনা ভাইরাস প্রতিরোধে সিলেটে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা এ সিদ্ধান্ত নেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০ দিনের অনুষ্ঠানমালায় ১২দিন অনুষ্ঠান করেছি। এছাড়া সহযোগী ৭টি সংগঠনসহ আমাদের আরো ৮টি অনুষ্ঠান ছিল ২৬ মার্চ পর্যন্ত।

কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে আপাতত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও অনুষ্ঠান  করা হবে।
 
তিনি বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বুধবার কেন্দ্রীয় নেতাদের নিয়ে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেছি।
 
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ৭ই মার্চ থেকে নগরের রিকাবীবাজার জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে ধারাবাহিক অনুষ্ঠান করে আসছে সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
 
বাংলাদেশ সময়:০৩২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।