ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ সালাম স্টেডিয়ামে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
শহীদ সালাম স্টেডিয়ামে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

ফেনী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণ করে রাখতে ফেনী শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি কম, পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

 

সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় এ সময় ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কে বি এম জাহাঙ্গীর আলম ও মজিবুল হক রিপন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শামিমা আক্তার, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক শাহেদ উদ্দিন মিল্লাত, সদস্য আবদুল মোতালেব হুমায়ুন, তৌহিদুল ইসলাম তুহিন, নুরুল আবছার কবির শাহজাদা, আশ্রাফুল আনোয়ার শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।