ছয় কৃতি সন্তানের মা হিসেবে এবার তাকে এই সম্মাননার জন্য মনোনীত করেছে জনসংযোগ প্রতিষ্ঠান র্যাপিড পিআর।
র্যাপিড পিআর তাকেসহ সারা দেশের মোট ২০০ জন মাকে ‘র্যাপিড পিআর রত্নগর্ভা-২০২০’ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে।
এর আগে, ২০১৯ সালের ১২ মে বিশ্ব মা দিবসে মোট ৩৫ জন মায়ের একজন হিসেবে নির্মলা রাণী রায় পেয়েছিলেন আজাদ প্রোডাক্টস্ প্রবর্তিত ‘রত্নগর্ভা মা-২০১৮’ সম্মাননা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার শহীদুল ইসলাম শেখর জানান, এ বছরই তারা ‘রত্নগর্ভা মা’ সম্মাননার প্রবর্তন করেছেন যা আগামী ১০ মে বিশ্ব মা দিবসে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রত্নগর্ভা মায়েদের হাতে তুলে দেওয়া হবে।
মাত্র সপ্তম শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নির্মলা রাণী রায় তার ছয় ছেলেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি স্ব-প্রতিভায় বিকশিত ও স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অসামান্য নিষ্ঠা ও ত্যাগ স্বীকার করেছেন। এ কারণেই তিনি অন্যদের সঙ্গে এই সম্মাননা পাচ্ছেন বলে জানান জনসংযোগ বিশেষজ্ঞ খন্দকার শহীদুল ইসলাম শেখর।
ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসিন্দা ৭২ বছরবয়সী নির্মলা রানী রায়ের স্বামী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অর্দ্ধেন্দু শেখর রায় ছিলেন সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক।
সাংবাদিক ও অধিকারকর্মী অমরেশ রায় এবং সাংবাদিক ও শিশুসংগঠক অশোকেশ রায় ছাড়াও নির্মলা রাণীর অন্য চার ছেলেও নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
তারা হলেন- ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায়, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল ফরিদপুরের প্রধান শিক্ষক অপরেশ রায় অপু, ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের এপিপি ও পল্লী প্রগতি সহায়ক সমিতি- ফরিদপুরের আইন কর্মকর্তা অ্যাডভোকেট অলোকেশ রায় এবং দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজস্ব সংবাদদাতা ও ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অ্যাডভোকেট অভিজিৎ রায়।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এনটি