ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্ধারিত সময়ের মধ্যে পদ্মাসেতুর কাজ সমাপ্ত করার সুপারিশ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
নির্ধারিত সময়ের মধ্যে পদ্মাসেতুর কাজ সমাপ্ত করার সুপারিশ 

ঢাকা: পদ্মাসেতুর নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময় ২০২১ সালের জুন মাসের মধ্যেই  প্রকল্পের কাজ শেষ করার সুপারিশ জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। 

বৃহস্পতিবার(১৯ মার্চ) জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য এনামুল হক, মো. হাসিবুর রহমান স্বপন, মো. আবু জাহির, মো. ছলিম উদ্দীন তরফদার ও সৈয়দ আবু হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।  

বৈঠকে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক জানান, ফেব্রুয়ারি-২০২০ পর্যন্ত পদ্মাসেতুর ২৯৪টি পাইলের মধ্যে সবগুলো ও ৪২টি পিয়ার কলামের মধ্যে ৪১টির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া, এ পর্যন্ত ২৬তম স্প্যান বসানোর মাধ্যমে ৩.৯ কিলোমিটার সেতু দৃশ্যমান হয়েছে।

বৈঠকে স্থায়ী কমিটি পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতিতে কমিটি সন্তোষ প্রকাশ করে, এবং নির্ধারিত সময়, অর্থাৎ ২০২১ সালের জুন মাসের মধ্যে এর কাজ সমাপ্ত করার সুপারিশ করে।

এছাড়া এদিন বৈঠকে মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমন, রিকসা, ভ্যান বন্ধসহ স্পিডব্রেকার অপসারণের জন্যও কমিটি সুপারিশ করে।  

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসকে/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।