জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় সব রকম রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ না করার জন্য নির্দেশ দেওয়া হলো।
এছাড়া জেলার সব রকম কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার ও কোচিং সেন্টার বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।
এ বিজ্ঞপ্তি জেলা ও পুলিশ প্রশাসনের কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো এবং বাজার ও জনবহুল এলাকায় মাইকিং করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫, মার্চ ২০, ২০২০
আরএ