ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনা: বিয়ে-খতনা অনুষ্ঠান বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
করোনা: বিয়ে-খতনা অনুষ্ঠান বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

বরিশাল: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে আয়োজন করা দুটি সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অনুষ্ঠান দুটি বন্ধ করে দেন।

জানা যায়, ‍দুপুরে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ রামকাঠীর বাসিন্দা মো. জামাল হাওলাদারের বাড়িতে সুন্নতে খতনার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যেখানে বিদেশ ফেরতসহ পাঁচশতাধিক অতিথিদের আমন্ত্রণ করা হয়। জুমার নামায শেষে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাদের। ভ্রাম্যমাণ আদালত বিষয়টি জানার পর অভিযান পরিচালনা করে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

অপরদিকে পাশের চরআইচা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানও বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সেখানেও ৪ থেকে ৫ শত লোকের আয়োজন ছিল।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জাকির হোসেন আজাদ, মেট্রোপিলটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেছেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।