ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
টেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারী আটক রোহিঙ্গা

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের একটি বসতবাড়ি থেকে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ মার্চ) সকালে স্থানীয় মকবুল আহমদের ছেলে জয়নালের বাড়িতে এ অভিযান চালানো হয়।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক মো. জহির জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়েছে।

এ সময় ৬ রোহিঙ্গা নারীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় শনাক্তের পর ক্যাম্পে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।