ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনায় আক্রান্ত সন্দেহে হাজতিকে হাসপাতালে ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
করোনায় আক্রান্ত সন্দেহে হাজতিকে হাসপাতালে ভর্তি

নাটোর: নাটোর জেলা কারাগারে সর্দি, জ্বর ও গলা ব্যথায় আক্রান্ত এক হাজতিকে জরুরি ভিত্তিতে জামিন দিয়ে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকেলে তাকে বিশেষ ব্যবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে, দুপুরে কারা কর্তৃপক্ষ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তার জামিন আবেদন করেন।

এসময় বিচারক বিষয়টি বিবেচনা করে ওই হাজতির জামিন মঞ্জুর করেন। পরে তাকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাটোর জেল সুপার আবদুল বারেক ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার আব্দুল বারেক বাংলানিউজকে জানান, নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার বিচারাধীন একটি সংঘর্ষের মামলার আসামি শনিবার (২১ মার্চ) বিকেলে অসুস্থ হয়ে পড়েলে প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরের উপসর্গ দেখে কারাগারের আইসোলেশনে নেওয়া হয়।  

তিনি জানান, ওই কয়েদির শরীরের লক্ষণ ও অসুস্থতা দেখে কারা হাসপাতালের চিকিৎসকদের ধারণা, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় কারাগারের অন্য কয়েদি ও কারাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে দুঃশ্চিন্তায় আছেন কারা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।