ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ অহেদ আলী গাজী (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছুরি উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ২টার দিকে সদর উপজেলার ধুলিহরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অহেদ আলী গাজী ধুলিহরের তমালতলার মৃত নবাত আলী গাজীর ছেলে।

পুলিশের জানায়, রাত ২টার দিকে ধুলিহরের দাউদ মাস্টারের আম বাগানে সন্ত্রাসীদের দুটি গ্রুপ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। গুলির শব্দ পেয়ে পুলিশের টহল দল এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অহেদ আলী গাজীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, অহেদ আলী গাজী একজন নাম করা ডাকাত। তার বিরুদ্ধে মামুন, নজরুল ও কবীর হত্যা মামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।