শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সার্বিক পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, অহেতুক যেন জনসমাগম না হয় সে বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সবার অবস্থান থেকে করোনার বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা যেখানে আছেন সেখানে থেকে করোনার বিরুদ্ধে কাজ করে যান। সবাই যার যার বাসায় আবস্থান করুন। নিজেকে পরিস্কার রাখুন। নিয়মতে হাত ধোবেন, এটি আমাদের ইমানের অঙ্গ।
‘বাইরে বের হওয়ার সময় মাস্ক পরুন। কিছু করতে হলে হাতে গ্লাভস পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। রাস্তাঘাটে যারা বের হচ্ছেন তাদের বের হতে নিষেধ করবেন, যেন অহেতুক ভিড় না করেন। ’
জনগণ সচেতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরকম সচেতন থাকলে দেশে করোনা ভাইরাসের বিস্তার ইউরোপের দেশগুলোর মতো হবে না।
ফাঁকা রাজধানীতে চুরি-ডাকাতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী চোখ-কান খোলা রেখে কাজ করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
পিএম/এএ