সড়কে জলকামান দিয়ে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। ছবি: বাংলানিউজ
খুলনা: খুলনা মহানগরীর রাস্তাঘাট এবং জনসমাগম এলাকাকে করোনা ভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় মহানগরীর শিববাড়ির মোড় থেকে এই কার্যক্রম শুরু হয়। পরে সিটি করপোরেশন প্রধান প্রধান সড়কের বিভিন্ন এলাকায় পুলিশের জলকামান গাড়ি দিয়ে এ স্প্রে করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, কেএমপি কমিশনারের নির্দেশে জলকামান দিয়ে যেহেতু অনেক দুর থেকে অনেক জায়গায় স্প্রে করা সম্ভব, সেকারণে আমরা রাস্তাঘাট, মার্কেট প্লেস, জনসমাগণ এলাকায় করোনা ভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
তিনি জানান, প্রতিদিন জলকামান দিয়ে মহানগরীর প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক ছিটাবে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এমআরএম/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।