ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করলেই কান ধরে উঠবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
রাজশাহীতে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করলেই কান ধরে উঠবস

রাজশাহী: বিনা প্রয়োজনে বাড়ি থেকে কাউকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। সাধারণ ছুটিকালীন সরকারি নির্দেশনা মেনে এ কদিন বাড়িতেই অবস্থান করতে হবে সবাইকে। বিনা কারণে কেউ সড়কে নামলেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পড়বে। ক্ষেত্র বিশেষ কান ধরেও উঠবস করতে হবে।

আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ঘরে থাকার কঠোর নির্দেশনা রয়েছে। কিন্তু রাজশাহী মহানগরে বৃহস্পতিবার (২৬ মার্চ) ও শুক্রবার (২৭ মার্চ) সকালে যুবকদের অনেককেই বাইরে দেখা গেছে।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে আড্ডা দেওয়া যুবকদের কান ধরে উঠবস করান এবং ঘর থেকে বের না হবার কঠোর নির্দেশনা দেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের শক্ত পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। রাজশাহী নগরবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে সারাদিনই এখন মাইকিং করা হচ্ছে।

শুক্রবার সকালে নগরের গোরহাঙ্গা রেলগেট, অলকার মোড়, গণকপাড়া, সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি এলাকায় পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থানরত যুবকদের কান ধরে উঠবস করান। এ সময় মৃদু লাঠিচার্জও করা হয়। এছাড়া নগরের সাহেববাজার জিরোপয়েন্ট সড়কে অবস্থান করার অপরাধে র‌্যাব সদস্যরা কয়েকজন যুবককে কান ধরে উঠবস করান।

এদিকে নির্দেশনা থাকায় শুক্রবার দুপুরে জুমার নামাজে নগরে সীমিত সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আর খুব অল্প সময়ের মধ্যে মসজিদগুলোতে নামাজের আনুষ্ঠনিকতা শেষ করেন মসজিদের ইমামরা। তবে বেশকিছু মসজিদে মুসল্লিদের ভিড়ও দেখা গেছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিন-রাত সমানতালে নগরজুড়ে টহল দিচ্ছেন। জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বের হলেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। করোনার বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতে তাদের অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।