আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ঘরে থাকার কঠোর নির্দেশনা রয়েছে। কিন্তু রাজশাহী মহানগরে বৃহস্পতিবার (২৬ মার্চ) ও শুক্রবার (২৭ মার্চ) সকালে যুবকদের অনেককেই বাইরে দেখা গেছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের শক্ত পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। রাজশাহী নগরবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে সারাদিনই এখন মাইকিং করা হচ্ছে।
শুক্রবার সকালে নগরের গোরহাঙ্গা রেলগেট, অলকার মোড়, গণকপাড়া, সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি এলাকায় পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থানরত যুবকদের কান ধরে উঠবস করান। এ সময় মৃদু লাঠিচার্জও করা হয়। এছাড়া নগরের সাহেববাজার জিরোপয়েন্ট সড়কে অবস্থান করার অপরাধে র্যাব সদস্যরা কয়েকজন যুবককে কান ধরে উঠবস করান।
এদিকে নির্দেশনা থাকায় শুক্রবার দুপুরে জুমার নামাজে নগরে সীমিত সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আর খুব অল্প সময়ের মধ্যে মসজিদগুলোতে নামাজের আনুষ্ঠনিকতা শেষ করেন মসজিদের ইমামরা। তবে বেশকিছু মসজিদে মুসল্লিদের ভিড়ও দেখা গেছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিন-রাত সমানতালে নগরজুড়ে টহল দিচ্ছেন। জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বের হলেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। করোনার বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতে তাদের অভিযান চলবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসএস/আরবি/