ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে ১৭ ফার্মেসিকে পৌনে ৩ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
রায়গঞ্জে ১৭ ফার্মেসিকে পৌনে ৩ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ: মেয়াদোত্তীর্ণ, নকল ওষুধসহ বিভিন্ন অপরাধের দায়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৭ ফার্মেসিকে ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এমএম এইচ ইমরান।

এতে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে চান্দাইকোনা বাজার এলাকার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, চিকিৎসক স্যাম্পল, রেজিস্ট্রারবিহীন, সরকারি ও নকল ওষুধ পাওয়া যায়।

এসব রাখার দায়ে ১৭ দোকান মালিককে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।  

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবির কুমার দাস।  

বালাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।