ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খেটে খাওয়া মানুষদের খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন এমপি জগলুল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
খেটে খাওয়া মানুষদের খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন এমপি জগলুল 

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে করোনা ভাইরাসের কারণে বাড়িতে অবস্থানকারী শতাধিক শ্রমজীবী অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য (সাতক্ষীরা-৪) স ম জগলুল হায়দার।

শুক্রবার (২৭ মার্চ) রাতে এমপি জগলুল হায়দার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারীকে সঙ্গে নিয়ে এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, লবণসহ খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

এসময় তিনি বলেন, এই পরিস্থিতিতে সবারই উচিত ঘরে থাকা।

কিন্তু কাজ করতে না পারায় অনেকেই খাদ্য সংকটে থাকছেন, তাই সমাজের বিত্তবানদের উচিত এসময় দুস্থদের পাশে দাঁড়ানো।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।