ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক পেটানোর ঘটনায় ৩ পুলিশ সদস্য ক্লোজড, তদন্তে কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
সাংবাদিক পেটানোর ঘটনায় ৩ পুলিশ সদস্য ক্লোজড, তদন্তে কমিটি

বরিশাল: বরিশালে করোনা সংক্রমণ সংক্রান্ত সরকারি প্রচারণার ছবি তুলতে যাওয়ার পর স্থানীয় পত্রিকার ২ ফটো সাংবাদিককে পেটানোর ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়ির তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।

তিনি জানান, ওই তিন পুলিশ সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়ির দায়িত্বে ছিল।

ঘটনার পর তাদের ক্লোজড করে লাইনে পাঠানো হয়েছে।

ক্লোজড হওয়াদের মধ্যে রয়েছেন বন্দর থানাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়ির নায়েক মো. মহসিন, কনস্টেবল মো. জাহিদ ও কনস্টেবল মো. কাওসার।

এদিকে এ ঘটনার তদন্তে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেনকে প্রধান করে তিন সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন>> বরিশালে দুই ফটো সাংবাদিককে পিটিয়ে আহত করলো পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।

গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বরিশালের আঞ্চলিক দৈনিক দেশ জনপদ পত্রিকার ফটোসাংবাদিক সাফিন আহমেদ রাতুল ও দৈনিক দখিনের মুখ পত্রিকার ফটো সাংবাদিক নাছির উদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।