ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করলো রাবি ছাত্রলীগ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করলো রাবি ছাত্রলীগ

রাবি: করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ ও সচেতনামূলক প্রচারণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

রোববার (২৯ মার্চ) দুপুরে রাজশাহীর নওহাটা পৌর এলাকায় তারা এসব কর্মসূচি পালন করেন।

শাখা ছাত্রলীগের নেতারা জানান, এদিন দুপুরে তারা নওহাটা পৌর এলাকার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে পাঁচশ হ্যান্ড স্যানিটাইজার, এক হাজার মাস্ক ও পাঁচশ সাবান বিতরণ করেন।

 

এছাড়া রাস্তাঘাট ও দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের কাছে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা চালান।  

ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ কৌশলে বাংলাদেশ করোনা মোকাবিলায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগ দেশের স্বার্থে কাজ করে চলেছে। করোনা মোকাবিলায় রাবি ছাত্রলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। আমাদের এসব কর্মসূচি অব্যাহত থাকবে। পরবর্তীকালে আমরা দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করব। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আল-আমিন, তৌহিদ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।