ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কোয়ারেন্টিন না মানায় সিলেটে প্রবাসীকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
কোয়ারেন্টিন না মানায় সিলেটে প্রবাসীকে জরিমানা

সিলেট: কোয়ারেন্টিন না মানায় সিলেটে যুক্তরাজ্যফেরত এক প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিআরও) জসিম উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনদিন কোয়ারেন্টিন না মানায় ওই প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, ওই প্রবাসী নিজের দায় স্বীকার করে বলেছেন, তাৎক্ষণিক জরিমানার টাকা আদায়ক্রমে মামলার নিষ্পত্তি করা হয়েছে। এসময় সিসিকের ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সম্প্রতি আমার এলাকায় অন্তত ২০০ জনের বেশি প্রবাসী দেশে এসেছেন। তাদের আহ্বান জানাবো, তারা যেনো সরকারি নির্দেশ মেনে চলেন। আর করোনা ভাইরাস থেকে সুরক্ষায় সিসিকের পক্ষ থেকে প্রতিনিয়তই প্রচারণা চালিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।