ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যানবাহনে সামাজিক দূরত্ব না মানায় ১৫ ব্যক্তিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
যানবাহনে সামাজিক দূরত্ব না মানায় ১৫ ব্যক্তিকে জরিমানা

কিশোরগঞ্জ: করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব না মেনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে যাতায়াত করায় কিশোরগঞ্জের ভৈরবে ১৫ ব্যক্তিকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বাংলানিউজকে বলেন, দুপুরে উপজেলার দুর্জয় মোড় এলাকায় অভিযান চালানো হয়।

এসময় সামাজিক দূরত্ব না মেনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে যাতায়াত করার দায়ে ১৫ ব্যক্তিকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।