তিনি উপজেলার মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার গ্রামের বাসিন্দা।
মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন জানান, হাবিবুর ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা বাংলানিউজকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম পাঠানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করবেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ওহিদুজ্জামান বাংলানিউজকে জানান, আইইডিডিসিআর এর প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক রুবিনার নেতৃত্বে একটি দল মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার জন্য তার বাড়িতে গিয়েছেন। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলো কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। ওই দলের তত্ত্বাবধানে মৃত ব্যক্তির দাফন হবে। মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
আরএ