বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয় বলে নিশ্চিত করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক আব্দুস শাকুর।
আব্দুস শাকুর জানান, গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বরে ভুগছিলেন ওই নার্স।
ওই নার্সের ছেলে জানান, বৃহস্পতিবার বিকেলে তার মায়ের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। তবে এখন পর্যম্নত তার মা স্থিতিশীল আছেন।
বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
ইএইচ/এইচজে