ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনা সন্দেহে নড়াইল সদর হাসপাতালের নার্সকে ঢাকায় প্রেরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
করোনা সন্দেহে নড়াইল সদর হাসপাতালের নার্সকে ঢাকায় প্রেরণ

নড়াইল: করোনার উপসর্গ দেখা দেওয়ায় নড়াইল সদর হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয় বলে নিশ্চিত করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক আব্দুস শাকুর।  

আব্দুস শাকুর জানান, গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বরে ভুগছিলেন ওই নার্স।

এ পরিস্থিতিতে পরীক্ষার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ওই নার্সের ছেলে জানান, বৃহস্পতিবার বিকেলে তার মায়ের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। তবে এখন পর্যম্নত তার মা স্থিতিশীল আছেন।  

বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০ 
ইএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।