বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা যশোরের মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নে দুঃস্থ, অসহায়, শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণকালে এসব কথা বলেন তিনি।
স্বপন কুমার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় সারাক্ষণ নজর রাখছেন।
এদিন মনিরামপুরের খানপুর, ঝাঁপা, ভোজগাতী, হরিদাসকাঠী, শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রতিমন্ত্রীর পক্ষে অসহায়-দুঃস্থ মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়।
উপজেলা কৃষি র্কমর্কতা হীরক সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার বায়োজিদ হোসেন, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, প্রতিমন্ত্রীর এপিএস কবীর খান, ব্যক্তিগত র্কমর্কতা সজীব কুশারী, যুবলীগ নেতা শিমুল কুশারী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী বিভিন্ন ইউনিয়ন ঘুরে সরেজমিনে খাদ্য বিতরণ ও করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সচেতনতামূলক নানান র্কাযক্রম পরির্দশন করেন। এরপর উপজেলা র্নিবাহী র্কমর্কতার কার্যালয়ে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লখ্যে আয়োজিত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মনিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, যশোর সেনাবাহিনীর ক্যাপ্টেন মঞ্জুরুল আলম মুরাদ, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
ইউজি/এইচজে