ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব‌রিশা‌লে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ২ তরুণ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
ব‌রিশা‌লে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ২ তরুণ নিহত

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে সজিব হোসেন (১৭) ও আরাফাত হোসেন (১৭) নামে দুই তরুণের মৃত্যু হ‌য়ে‌ছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সজিব হোসেন ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সে শিকারপুর বন্দরের মিল ব্যাবসায়ী আকলিমা বেগমের ছেলে। আরেক নিহত আরাফাত হোসেন শিকারপুর বন্দরের সার ব্যাবসায়ী জামান খানের ছেলে। আরাফাতও ঢাকার একটি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী।


জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সজিব তার বন্ধু আরাফাত ও হাসিবকে নি‌য়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয় ওই মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজিব মারা যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত আরাফাত ও হাসিবকে (১৫) উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের বরিশাল শেবাচিমে পাঠানো হয়। সেখানেই সন্ধ্যার দিকে মারা যায় আরাফাত।  

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।