ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ধর্ষণ-হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
ময়মনসিংহে ধর্ষণ-হত্যা মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহ: মযমনসিংহে গফরগাঁও উপজেলার পাড়াভরাট এলাকার এক তরুণীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি আরিফুল ইসলামকে (১৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

শুক্রবার (৩ মার্চ) রাতে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এর আগে, গত ২৩ মার্চ রাতে ওই তরুণীকে তিন ধর্ষক মিলে গণধর্ষণের পর হত্যা করে একটি গাছের ডালে মরদেহটি ঝুলিয়ে রাখে। পরদিন মরদেহ উদ্ধারের পর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলে ২৬ মার্চ মাহাফুজুর রহমান ইছামুদ্দীন (১৮) এবং ২৯ মার্চ আশিকুল ইসলাম (১৯) নামে অপর দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে এ দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
একে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।