শুক্রবার (৩ মার্চ) রাতে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ২৩ মার্চ রাতে ওই তরুণীকে তিন ধর্ষক মিলে গণধর্ষণের পর হত্যা করে একটি গাছের ডালে মরদেহটি ঝুলিয়ে রাখে। পরদিন মরদেহ উদ্ধারের পর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলে ২৬ মার্চ মাহাফুজুর রহমান ইছামুদ্দীন (১৮) এবং ২৯ মার্চ আশিকুল ইসলাম (১৯) নামে অপর দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে এ দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
একে/এএ