ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হিজড়া সম্প্রদায়কে অর্থ সহায়তা দিল গণসংহতি আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
হিজড়া সম্প্রদায়কে অর্থ সহায়তা দিল গণসংহতি আন্দোলন হিজড়া সম্প্রদায়কে অর্থ সহায়তা

ঢাকা: হিজড়া সম্প্রদায়ের (ট্রান্সজেন্ডার) কয়েকটি পরিবারকে অর্থ সহায়তা করেছে গণসংহতি আন্দোলন।
 

শনিবার (৪ এপ্রিল) শনিবার রাজধানীর নাখালপাড়ায় হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি তাসনুভার হাতে এ অর্থ তুলে দেয় গণসংহতি আন্দোলনের স্বেচ্ছাসেবকরা।  

অর্থ গ্রহণকালে তাসনুভা গণসংহতি আন্দোলনকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা সংক্রমণের এই মহামারির কালে আমাদের দুর্ভোগ অন্যান্যদের তুলনায় বহুগুণ বেড়েছে।

আমরা এমনিতেই অবহেলিত, সরকার আমাদের কাজের ব্যবস্থা করে না, আমরা রাস্তাঘাটে হাত পেতে পেট চালাই। এখন তো রাস্তাঘাটও বন্ধ, এই দুর্যোগে আমরা কীভাবে বাঁচবো? তাই আমি সকলকে আমাদের পাশে দাঁড়ানোর আহবান জানাই।   

এসময় ছাত্রনেতা গোলাম মোস্তফা অবিলম্বে দেশের হিজড়া সম্প্রদায়ের মানুষসহ সকল নিম্নআয়ের মানুষ, শ্রমজীবী-দিনমজুর-দুস্থদের জন্য খাদ্য সামগ্রী সরবরাহের দাবি জানান।


বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
আরকেআর /এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।