ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে ৬ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
সাভারে ৬ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারে নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পড়ে সাদেকুল (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) বিকেলে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চ আবাসিক এলাকায় তালেব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বাড়ির মালিক পলাতক রয়েছে।

মৃত সাদেকুল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সদরপুর গ্রামের সাধু মিয়ার ছেলে। তিনি সাভারে একটি ভাড়া বাসায় থেকে থেকে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, বিকেলে তালেব মিয়ার ৬ তলা বাড়ির উপরের তলায় প্লাস্টার করতে গিয়ে দুর্ঘটনাবশত বাঁশের মাচা থেকে পড়ে যান সাদেক। দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বাংলানিউজকে বলেন, মৃতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।