ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উলিপুরে স্ত্রীর কুলখানির অনুষ্ঠান করায় স্বামীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
উলিপুরে স্ত্রীর কুলখানির অনুষ্ঠান করায় স্বামীকে জরিমানা ছবি: প্রতীকী

কু‌ড়িগ্রাম: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোনো ধরনের অনুষ্ঠান বা জন সমাবেশ না করার সরকারি নির্দেশনা সত্ত্বেও স্ত্রীর কুলখানি অনুষ্ঠানের অ‌য়োজন করায় স্বামী‌কে পাঁচ হাজার টাকা জরিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৫ এপ্রিল) বিকে‌লে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সো‌হেল সুলতান জুলকার নাইন কবির কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কেবল কৃষ্ণ গ্রামে স্ত্রীর কুলখানির আয়োজন করার অপরাধে স্বামী নজির হোসেনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই গ্রামের নজির হোসেনের স্ত্রী হালিমা বেগম (৫০) গত বুধবার মত্যুবরণ করেন। এ উপলক্ষে রোববার দুপুরে কুলখানির আয়োজন করে দুইশতাধিক মানুষকে দাওয়াত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এফইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।