ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে আগুনে পুড়লো ২৯টি ঝুট গুদাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
টঙ্গীতে আগুনে পুড়লো ২৯টি ঝুট গুদাম

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় আগুন লেগে ২৯টি ঝুট গুদাম পুড়ে গেছে। রোববার (৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, রাতে টঙ্গীর চেরাগআলী এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নেভায়।  

তিনি আরও জানান, আগুনে টিনশেডের ২৯টি ঝুট গুদাম ও ঝুট পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।