ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌগাছায় জোড়াবুকের যমজ শিশুর জন্ম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
চৌগাছায় জোড়াবুকের যমজ শিশুর জন্ম বুক জোড়ালাগা যমজ শিশু। ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের চৌগাছা উপজেলায় বুক জোড়ালাগা যমজ শিশু কন্যার জন্ম দিয়েছেন খুরশিদা নামে এক নারীর। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের উজ্জ্বল হোসেনে স্ত্রী। মা ও বুকজোড়া লাগানো যমজ শিশু সুস্থ আছেন বলে জানা গেছে।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে যশোর শহরের অসীম ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় বুকজোড়া লাগা এই কন্যাযুগল। যমজ শিশু দু’টির মাথা হাত পা আলাদা থাকলেও তাদের দুইজনেরই বুক একটাই।

যমজ শিশুকন্যা দু’টির বাবা উজ্জ্বল হোসেন জানান, চিকিৎসক জানিয়েছেন এই শিশু দু’টির অপারেশন করে আলাদা করার কোনো উপায় নেই। এভাবেই তাদের থাকতে হবে।

তিনি আরো জানান, তার শাপলা নামের ১০ বছরের আরো একটি মেয়ে আছে। সে হাকিমপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

শিশুকন্যা দু’টির মা খুরশিদা জানান, যমজ শিশুকন্যা দু’টি নিয়ে এখন নিজ বাবার বাড়ি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মশিউরনগর গ্রামে অবস্থান করছেন। তাদের দেখতে এলাকার উৎসুক মানুষ খুরশিদার বাবার বাড়িতে ভিড় করছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।