ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা আন্ত:উপজেলা সীমান্তে যানবাহন ও জনচলাচল নিষিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
সাতক্ষীরা  আন্ত:উপজেলা সীমান্তে যানবাহন ও জনচলাচল নিষিদ্ধ

সাতক্ষীরা: করোনো পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরা জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সব সীমান্ত এবং আন্ত:উপজেলা  সীমান্তে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন ও জনচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল ফেসুবকে এ ঘোষণা দেন।


এতে বলা হয়, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের কয়েকটি জেলায় করোনা রোগী সনাক্ত হওয়ায় ঐ সকল জেলা লকডাউন ঘোষণার প্রেক্ষিতে সেখানে কর্মরত লোকজন নিজ নিজ জেলায় ফিরতে চেষ্টা করছে।

এ প্রেক্ষিতে সাতক্ষীরা জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে সাতক্ষীরা জেলার সাথে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃ উপজেলা সীমান্ত জরুরী সেবা ব্যতীত (অ্যাম্বুলেন্স, ঔষধ পণ্যবাহী গাড়ি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মালামালবাহী গাড়ি)) সকল প্রকার যানবাহন ও জনচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো। ’ 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। অমান্যকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসএম মোস্তফা কামাল।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।