ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
পাবনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

পাবনা: পাবনা সদর উপজেলার আতাইকুলায় পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাজেদ আলী (৪০) দুবলিয়া হাপানিয়া গ্রামের শুকুর আলীর ছেলে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল আলম জানান, ওই গ্রামের মাজেদের সঙ্গে একই গ্রামের হোসেন আলীর জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে মাজেদ আলীসহ চারজনকে গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মাজেদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত আব্দুল মান্নান, শিমুল হোসেন ও মেহেদী হাসান চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।