ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্যারিস দূতাবাসের ত্রাণ কমিটি নিয়ে তোলপাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
প্যারিস দূতাবাসের ত্রাণ কমিটি নিয়ে তোলপাড়

ঢাকা: করোনা ভাইরাস নিয়ে প্যারিসের বাংলাদেশ দূতাবাস যে ত্রাণ সহায়তা কমিটি গঠন করেছে, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন কমিটির সদস্য ও ফ্রান্সের আওয়ামী লীগের নেতারা। একইসঙ্গে এ কমিটি প্রত্যাখ্যান করেছেন।

ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ ত্রাণ কমিটির সদস্য পদ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘প্যারিসের বাংলাদেশ দূতাবাস করোনা ভাইরাস পরিপ্রেক্ষিতে ত্রাণ সহায়তা কমিটি গঠন করা হয়েছে। এ দুর্যোগ মোকাবিলায় সহায়তার জন্য দেওয়া ২০ লাখ টাকা অনুদান ফ্রান্সে অবস্থানরত অসহায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিতরণের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস থেকে বিএনপি ও বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তির সমন্বয়ে গঠিত এ কমিটি আমি নাজিম উদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ফ্রান্স আওয়ামী লীগ সজ্ঞানে প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, ‘আমার অজান্তে কোনো রকমের পরামর্শ ছাড়াই এ কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহায়তা নেওয়ার লক্ষ্যে কোনো কমিটি গঠনের নির্দেশ দেননি। দূতাবাসের এহেন কর্মকাণ্ড দুঃখজনক। রাষ্ট্রীয় তহবিল থেকে যে অর্থ বরাদ্দ হয়েছে সে অর্থ রাষ্ট্রীয়ভাবে অসহায় প্রবাসীদের মধ্যে বিতরণের জন্য এরকম এর কোনো কমিটির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাছাড়া এদেশে সরকার সবার থাকা খাওয়ার সু-ব্যবস্থার জন্য বিভিন্ন অ্যাসোসিয়েশন সরকারি বেসরকারি সংস্থা কাজ করে যা থেকে আমরা সহজেই সহযোগিতা পেতে পারি। বাংলাদেশের এ ক্রান্তিলগ্নে আমরা প্রবাসীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দিলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন চাহিদা পূর্ণ হবে। ’

‘আশা রাখি রাষ্ট্রদূত এবং ফ্রান্সে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি ভাই-বোনেরা বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াবেন। শেখ হাসিনার ত্রাণ তহবিলে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা দেবেন। ’

একই কথা বলে ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও এ কমিটি প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল ফ্রান্স প্রবাসীদের সহায়তার জন্য ‘কোভিড-১৯ ত্রাণ সহায়তা সমন্বয় কমিটি’ নামে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।